দেবহাটা “রুপসী ম্যানেগ্রোভ পর্যটন” কেন্দ্রে জেলা প্রশাসকের পরিদর্শন
দেবহাটার ইছামতি নদীর তীর ঘেষে শীবনগর গ্রামে চিত্ত বিনোদনের লক্ষ্যে গড়ে ওঠা “রুপসী ম্যানগ্রোভ পর্যটন” কেন্দ্রে সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান গতকাল বিকালে তার পতœী ইশরাত জাহান সহ পরিদর্শন করেছেন। এসময় জেলা প্রশাসক ইছামতির তীর ঘেষে এমন একটি নান্দনিক ম্যানগ্রোভ পর্যটন গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামীতে এই পর্যটন কেন্দ্রটিকে একটি পূর্নাঙ্গ পার্ক করার জন্য সর্বদা চেষ্টা করবেন বলে উপস্থিত সকলকে জানান। জানা গেছে, ২০০৯ সালের ৩ মার্চ দেবহাটা উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান এড. গোলাম মোস্তফার তত্ত্বাবধানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সহযোগীতায় উপজেলার শীবনগরে গড়ে তোলা হয় “রুপসী দেবহাটা ম্যানেগ্রোভ পর্যটন” কেন্দ্র নামে একটি বিনোদন কেন্দ্র। সম্পূর্ন সুন্দরবনের আদলে এবং তার উদ্ভিদ বৈচিত্র্যের সাথে সঙ্গতি রেখে উক্ত বিনোদন কেন্দ্রের কার্য্যক্রম শুরু করা হয়। গতকাল বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান ও তার পতœী ইশরাত জাহান সহ উক্ত পর্যটন কেন্দ্রটিতে আসেন। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলাম, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা আশ্রাফুল হক, দেবহাটা থানার এস.আই মোক্তারুজ্জামান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলাম জানান, জেলা প্রশাসক মহোদয় ম্যানগ্রোভ পার্কটি দেখে খুবই মুদ্ধ এবং খুশী হয়েছেন। নদীর পাশে এমন একটি পার্ক মানুষের বিনোদনের অন্যতম স্পট হতে পারে উল্লেখ করে যাতে এটি একটি র্পর্নাঙ্গ পর্যটন কেন্দ্রে রুপান্তরিত হতে পারে সেজন্য জেলা প্রশাসক মহোদয় যথাসম্ভব চেষ্টা করবেন বলে ইউএনও জানান।
মন্তব্য চালু নেই