সাতক্ষীরার দেবহাটার কিছু খবর

দেবহাটায় মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরন

সাতক্ষীরার দেবহাটায় অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরন উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শিক্ষক ইয়াছিন আলী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল গনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যানে যে উন্নয়নমূলক কাজ করছে সেটা প্রশংসার দাবীদার। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতি আনম তরিকুল ইসলাম মুক্তিযোদ্ধাদের ভাতা ৩ শত টাকা থেকে বাড়িয়ে বর্তমান সরকার ৫ হাজার টাকা করেছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন সামনের দিনে সেই ভাতা ১০ হাজার টাকা হবে। তিনি বলেন, আজকে মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে যুদ্ধ না করলে আমরা একটি স্বাধীন দেশ যেমন পেতাম না ঠিক তেমনি দেশের কল্যানে আমরা কোন কাজ করতে পারতাম না। এসময় উপজেলার ৫২ জন মুক্তিযোদ্ধাকে ৭৫ হাজার টাকা বিতরন করা হয়।

বাই সাইকেল ও মোবাইল বিতরন:
Debhata Pic 08-12-2014দেবহাটায় রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগীতায় ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কারিগরী সহায়তায় সফল প্রকল্পের লিড ফার্মারদের মাঝে বাই সাইকেল ও মোবাইল বিতরন উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সফল প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের মাঝে সাইকেল ও মোবাইল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সলিডারিডাড এশিয়ার ক্যাপাসিটি বিল্ডিং কর্মকর্তা মাহাবুব-এ খুদা, সফল প্রকল্পের এমআইএস সৈয়দ মারজান আলী, পিও কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন নওশীন আফরোজ, টেকনিক্যাল অফিসার নিউট্রিশন হাফিজা আলম প্রমুখ। সভায় মোট ৫০ জন উদ্যোক্তাকে বাই সাইকেল, ৮ জনকে মোবাইল ফোন ও ৪ জনকে ম্যাকানিক টুলস কিডস প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই