দেবহাটায় ভোক্তা অধিকার দিবস পালিত
সুজন ঘোষ, দেবহাটা প্রতিনিধি: “ভোক্তার স্থীতিশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি” এই পতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সহকারী মেডিক্যাল অফিসার ডাঃ আবু হাসান, এলজিইডি কর্মকর্তা আলহাজ্ব হামিদ মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত দেবাশিষ সিংহ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমবায় কর্মকর্তা জহুরুল হক, বিআরডিপি কর্মকর্তা ইসরাইল হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদ, অধ্যক্ষ আনিসউজ্জামান, প্রধান শিক্ষক মদন মোহন পালসহ সকল কর্মকর্তা বৃন্দরা।
এসময় বক্তরা ভোক্তাদের অধিকার আদায়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি বলেন ভোক্তারা কোন কিছু ক্রয়ের পূর্বে সঠিক ওজন, মেয়াদ, মূল্য নির্ণয় করে করতে।
মন্তব্য চালু নেই