দেবহাটায় ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ী ও ২ সেবী আটক, পৃথক মামলা
দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল সহ ১ জন মাদক সেবী ও ২ জন মাদক সেবী আটক হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে দেবহাটা থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে দেবহাটা থানার এএসআই মোঃ রোকনুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে বহেরা এলাকা থেকে ফেন্সিডিল সেবনের অভিযোগে সাতক্ষীরা রসুলপুর গ্রামের এবাদুল গাজীর ছেলে সুজন হোসেন (২২) ও পাটকেলঘাটা লালচন্দ্রপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে শামীউল ইসলাম বাপ্পী (২১) কে আটক করেন।
পরে রাত ২ টার দিকে বহেরা উত্তরপাড়া গ্রামের মৃত সোবহান আলীর ছেলে জিয়াদ আলী ঢালীর বাড়িতে অভিযান পরিচালনা করে ৩ বোতল ফেন্সিডিল সহ জিয়াদ আলীকে গ্রেফতার করেন। এ ব্যাপারে এএসআই মোঃ রোকনুজ্জামান বাদী হয়ে দেবহাটা থানায় ৩২ ও ৩৩ নং মামলা দায়ের করেছেন।
মন্তব্য চালু নেই