দেবহাটায় এক গাঁজা ব্যবসায়ী সহ ৬ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে সাজা

দেবহাটায় এক গাঁজা ব্যবসায়ী সহ ৬ মাদকসেবীকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। আটককৃতদের সোমবার দেবহাটা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ নিজ কার্য্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী ফেরদৌস গোলাম রাশেদ সাংবাদিকদেরকে জানান, দেবহাটা থানার এস.আই মেজবাহউদ্দীন সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পারুলিয়া বাজার এলাকা থেকে ১শত ৫০ গ্রাম গাঁজা সহ দক্ষিন পারুলিয়া গ্রামের মৃত রওশন কারিকরের ছেলে ফজলু কারিকর (৫৫) কে আটক করেন। তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া দেবহাটা থানার এ.এস.আই তারেক সোমবার দুপুর ১ টার দিকে নেশা জাতীয় দ্রব্য সেবন করার অপরাধে পারুলিয়া গরুরহাট এলাকা থেকে দেবহাটার চারকুনী গ্রামের মৃত আমজাদ গাজীর ছেলে আশরাফুল ইসলাম (৩৭) কে এবং এ.এস.আ্ই মাইনুল ইসলাম সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে দেবহাটার সুশীলগাতীস্থ ম্যানগ্রোভ এলাকা থেকে কালীগঞ্জ উপজেলার চাঁদখালী গ্রামের মৃত আবুল হোসেন গাজীর ছেলে শফিকুল ইসলাম (২৮), একই উপজেলার খাজুরা গ্রামের হারুন চন্দ্র মন্ডলের ছেলে নিতাই মন্ডল (৩৫), একই উপজেলার খাজুরা গ্রামের মৃত অচীন সরকারের ছেলে সমীর সরকার (২৭), একই উপজেলার ঘুশুরী গ্রামের সন্তোষ মিন্ত্রীর ছেলে প্রশাস্ত মিন্ত্রী (৩০) ও আশাশুনী উপজেলার সপদেবপুর গ্রামের বিমল মন্ডলের ছেলে বাপ্পী মন্ডল (২৮) কে আটক করেন।

ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ আশরাফুলকে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড এবং বাকী ৫ জনকে ৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। শেষে আটককৃত গাজা উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।



মন্তব্য চালু নেই