দেবহাটাকে মাদকমুক্ত করতে মতবিনিময়
সাতক্ষীরার দেবহাটার স্বনামধন্য বিদ্যাপীঠ খানবাহাদুর আহছানউল্লা কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে গতকাল সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে এক মাদক বিরোধী ওরিয়েন্টেশন কলেজ অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য সরদার আমজাদ হোসেন। অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষক সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। শিক্ষক ও সাংবাদিক আবু তালেবের পরিচালনায় দেশের চলমান পরিস্থিতিতে যুবসমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য মাদকের বিরুদ্ধে সোচ্চার এখন দেবহাটা থানা প্রশাসন সহ উপজেলাবাসী। এর প্রেক্ষাপটে পুলিশের মাদক নির্মুল অভিযানের অংশ হিসাবে গতকাল কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশাফ হোসেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, দেবহাটা কে মাদক মুক্ত করতে হলে যুবসমাজ তথা ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, তিনি মিষ্টের বন্ধু কিন্তুু দুষ্টের যম। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সহ মাদকের সাথে সম্পৃক্ত কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে বলে হৃশিয়ার করে এই ঘৃনিত কাজ পরিহারের আহবান জানান। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন কলেজ রোভার স্কাউট সদস্যবৃন্দ।
মন্তব্য চালু নেই