মানব বন্ধন, ট্রাক ভাংচুর

ট্রাকের ধাক্কায় ভাই-বোন নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তৌফিকা জাহান রুহিনা ও তার বড় ভাই মেহেদী হাসান তামীীম নিহতর ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মানববন্ধন ও শোক র‌্যালী করেছে।। রোববার দুুপুর ১ টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের সদর উপজেলা পরিষদ ও প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে তারা এ কর্মসূচী পালন করে। এসময় সড়কের পাশে দাড়িয়ে থাকা কয়েকটি ট্রাক ভাংচুর করে উত্তেজিত জনতা। মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল¬াহ আল মামুন, শিক্ষক ইয়াহিয়া ইকবাল, আবুল হাসান প্রমুখ। তাদের এ কর্মসূচীর সঙ্গে একাতœতা ঘোষনা করেন স্থানীয় জনতা ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরারর স্মারকলিপি পেশ করেন তারা। স্মারকলিপিতে ঘাতক ট্রাক ড্রাইভারের গ্রেপ্তার ও সকাল ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত শহরের মধ্য ট্রাক চলাচল বন্ধের দাবি জানানো হয়। রোববার বাদ আসর তাদের দুই ভাই বোনের নামাজের জানাজা অনুষ্টিত হবে।
উলে¬খ্য, রোববার সকাল সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়ার আব্দুল জলিলের ছেলে ও মেয়ে।



মন্তব্য চালু নেই