ঝাউডাঙ্গায় শ্রী শ্রী জগ্ননাথ দেবের স্নান যাত্রা মেলার উদ্বোধন, চলবে ২ দিন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ এর সাতক্ষীরা জেলা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের জেলা সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু বলেছেন, সনাতন ধর্মে যেমন দেবতার পাশাপাশি দৈত্য দানব আছে, ইসলামে ধর্মে তেমনি ফেরেস্তার পাশাপাশি শয়তান আছে, এ সমস্ত শয়তান,দৈত্য দানবদের বিনাশের জন্য যুগে যুগে দেবতা আসেন। নবী রাসুলগণ আসেন। তিনি গত ২ জুন সকালে শ্রী শ্রী জগ্ননাথ দেবের  স্নান যাত্রা উপলক্ষ্যে আয়োজিত ২ দিন ব্যাপি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে অবস্থিত শ্রী শ্রী জগ্ননাথ দেব মন্দির কমিটি আয়োজিত মন্দির প্রাঙ্গনে বাবু গোষ্ট বিহারী মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নারায়ন মজুমদার, কলারোয়া পাইলট হাই স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক নিদু বোধন ঘোষ, ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম,জয় মহা প্রভু সেবা সংঘের প্রাক্তন সভাপতি বাবু বিশ্বনাথ ঘোষ, ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারন সম্পাদক জাহিদ হোসেন,ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইখতিয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অমরেন্দ্র নাথ ঘোষ ও সাধারন সম্পদক রমজান আলী সহ ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ সহ অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

২ দিন ব্যাপি আয়োজিত মেলা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে প্রতিদিন সকাল থেকে রাত ব্যাপি পদাবলী কৃর্ত্তণ গান পরিবেশিত হবে।
উল্লেখ্য অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও ভারতীয় প্রধান মšী¿ নরেন্দ্র মোদি ৬ জুনের বাংলাদেশ সফরে আসবেন। সে কারনে তিনি অনুষ্ঠানে আসতে পারেন নি বলে আয়োজক কমিটি জানিয়েছেন।



মন্তব্য চালু নেই