জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে কলারোয়ার রোকেয়া নির্বাচিত
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে (১, ২, ৩ নং ওয়ার্ড) কলারোয়া উপজেলা আ.লীগের দীর্ঘদিনের প্রাক্তন সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের সহধর্মিনী রোকেয়া মোসলেম উদ্দীন বিজয়ী হয়েছেন। সংরক্ষিত এ আসনের ৩টি কেন্দ্রের মধ্যে কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে রোকেয়া মোসলেম উদ্দীন পেয়েছেন (প্রতীক-ফুটবল) ৪৬, প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাজিয়া সুলতানা পেয়েছেন (প্রতীক-হরিণ) ১৬, বামনখালি হাইস্কুল কেন্দ্রে রোকেয়া মোসলেম উদ্দীন পেয়েছেন (প্রতীক-ফুটবল) ৩৫, প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাজিয়া সুলতানা পেয়েছেন (প্রতীক-হরিণ) ২১ ও ঝাউডাঙ্গা হাইস্কুল কেন্দ্রে রোকেয়া মোসলেম উদ্দীন পেয়েছেন (প্রতীক-ফুটবল) ৩৪, প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাজিয়া সুলতানা পেয়েছেন (প্রতীক-হরিণ) ৪৩ ভোট পান। ৩টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে রোকেয়া মোসলেম উদ্দীন সর্বমোট ১১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন বলে জানান কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান।
মন্তব্য চালু নেই