জেএসসিতে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল শীর্ষে ॥ জিপিএ-৫ পেল ৪৫ জন
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় সদ্য প্রকাশিত জেএসসি পরীক্ষায় এবার ৪৫টি জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষে অবস্থান করেছে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল। সারা দেশের সাথে বৃহস্পতিবার উপজেলার ৪৮টি হাইস্কুল ও ৩১ মাদ্রাসার ফলাফল প্রকাশ হলে এ তথ্য জানা যায়। জানা গেছে, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল থেকে এ বছর ১৭৭ জন শিক্ষার্থী জে.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৭৭ জনই পাশ করেছে। এ গ্রেড ৮৫, এ- ৩৯, বি গ্রেড ০৭ ও সি গ্রেড-০১। পাশের হার শতকরা ১০০ ভাগ। এদিকে, উপজেলার সোনাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪২ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয়, ভাদিয়ালী হাইস্কুল থেকে ৩২ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।
এছাড়া জিপিএ-৫ পেয়েছে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে ২৬ জন, খোরদো সালেহা হক বালিকা বিদ্যালয় থেকে ১৩ জন, কামারালী হাইস্কুল থেকে ১১ জন, পানিকাউরিয়া হাইস্কুল থেকে ১২ জন, হেলাতলা আইডিয়াল হাইস্কুল থেকে ১০ জন, বিএসএইচ সিংগা হাইস্কুল থেকে ৯ জন, বামনখালী হাইস্কুল থেকে ৮ জন, খোরদো হাইস্কুল থেকে ৭ জন, মুরারীকাটি হাইস্কুল থেকে ৭ জন, কলারোয়া মডেল হাইস্কুল তেকে ৭ জন, কাজীরহাট বালিকা বিদ্যালয় থেকে ৬ জন, দমদম হাইস্কুল থেকে ৫ জন, ধানদিয়া হাইস্কুল থেকে ৫ জন, ছলিমপুর হাইস্কুল থেকে ৪ জন, সরসকাটি হাইস্কুল থেকে ৩ জন, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন, সরসকাটি বালিকা বিদ্যালয় থেকে ২ জন, কাজীরহাট হাইস্কুল থেকে ২ জন, কুশোডাঙ্গা হাইস্কুল থেকে ১ জন। উল্লেখ্য, স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীর সংখ্যা নিশ্চিত করেন।
মন্তব্য চালু নেই