কলারোয়ায় প্রথম হোসেন আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
জালালাবাদ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন-রানার্স আপ সোনাবাড়িয়া ক্রিকেট একাদশ
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও ৯নং হেলাতলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত হোসেন আলী স্মরণে প্রথম হোসেন আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট/১৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে তুলসিডাঙ্গা জুনিয়র একতা সংঘ দিনব্যাপী এ টুর্নামেন্ট’র আয়োজন করে। বিকেলে ক্রিকেটের ফাইনালে উপজেলার জালালাবাদ ক্রিকেট একাদশ একই উপজেলার সোনাবাড়িয়া ক্রিকেট একাদশের মুখোমুখি হয়।
সোনাবাড়িয়া ক্রিকেট একাদশ টসে জিতে জালালাবাদ ক্রিকেট একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায়। ব্যাটিংয়ে জালালাবাদ ক্রিকেট একাদশ নির্ধারিত ওভারে ৭০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আলি সর্বোচ্চ ৫৪ রান সংগ্রহ করেন।
জবাবে সোনাবাড়িয়া ক্রিকেট একাদশ সবকটি ইউকেট হারিয়ে ৪০ রান করে। দলের পক্ষে সুমন সর্বোচ্চ ১৬ রান সংগ্রহ করেন। ফলে জালালাবাদ ক্রিকেট একাদশ প্রথম হোসেন আলী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মঞ্চে বসে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ সাজেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি, শেখ জিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, বাবু, ইমন, গোলাম প্রমুখ। টুর্নামেন্টে’র খেলাগুলো পরিচালনা করেন অ্যাম্পায়ার শরিফুল আলম বাবু, রাজু ইসলাম, মেহেদী হাসান, ধারাভাষ্যে ছিলেন আব্দুল্লাহ আল জুবায়ের মাহি এবং স্কোরিং এ ছিলেন শেখ নাজমুল হুসাইন ও আশিক।
মন্তব্য চালু নেই