বজলুর রহমান স্মৃতি টি-২০ নক আউট ক্রিকেট টুর্নামেন্ট
চ্যাম্পিয়ন সাতক্ষীরার বলাকা ক্রীড়াচক্র
কামরুল হাসান,কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় সপ্তম বজলুর রহমান স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা বলাকা ক্রীড়াচক্র। শনিবার দুপুরে কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে শ্যামনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পরাজিত করে এ গৌরব অর্জন করে সাতক্ষীরা বলাকা ক্রীড়াচক্র। টসে জিতে সাতক্ষীরা বলাকা ক্রীড়াচক্র প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে অমিত মুজমদার ৫৮ এবং রানা ৪৫ রান সংগ্রহ করেন। প্রতিপক্ষের রাজু ৩২ রান দিয়ে এবং মহসিন ১৮ রান দিয়ে দুটি করে উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে শ্যামনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। ফলে ১৫ রানে হেরে মাঠ ছাড়তে হয় দলটিকে। শ্যামনগরের পক্ষে অর্ক ৫৫ রান ও বাবু ৪৭ রান সংগ্রহ করেন। প্রতিপক্ষের রানা ১২ এবং শামীম ২০ রান দিয়ে দুটি করে উইকেট লাভ করেন। ম্যান অব-দ্য ম্যাচ নির্বাচিত হন সাতক্ষীরা বলাকা ক্রীড়াচক্রের রানা। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন শ্যামনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের বাবু। ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করেন বদরুজ্জামান বিপ্লব ও জিএম মাসউদ পারভেজ মিলন। খেলা শেষে মাহফুজুর রহমান মাখমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তমকুমার রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ শেখ আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম, ক্রিকেট অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান মুকুল, আলহাজ্ব আব্দুর রহিম বাবু প্রমুখ।
মন্তব্য চালু নেই