প্রাইমারীর ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

চ্যাম্পিয়ন ছেলেদের কয়লা ও মেয়েদের নাকিলা

প্রাইমারীর ক্ষুদে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে। ছেলেদের অংশগ্রহণে বঙ্গবন্ধু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কয়লা প্রাইমারী স্কুল ও রানার্সআপ হয়েছে রঘুনাথপুর স্কুল। মেয়েদের অংশগ্রহণে বঙ্গমাতা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নাকিলা স্কুল ও রানার্সআপ হয়েছে রাজপুর প্রাইমারী স্কুল। রবিবার সকাল থেকে উপজেলা পর্যায়ের এ ফাইনাল ম্যাচ কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু টুর্নামেন্টে কয়লার সোহেল রানা ও বঙ্গমাতা টুর্নামেন্টে রাজপুরের সোনিয়া। এসময় বিপুল সংখ্যক দর্শক সমাগম ছিল। পরে টুর্নামেন্টে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আ.রকিব মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, নাজমুল হাসান, আবুল কালাম, জাকির হোসেন, হারুন-অর-রশীদ, ইউআরসি ইন্সট্রাক্টর মকবুল হোসেন, কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শেখ নুরুল্যাহ, মুজিবর রহমান, ইউনুস আলী, পারুল আক্তার, সেলিনা খাতুন, আরিফুজ্জামান কাকন, সিরাজুল ইসলাম প্রমুখ। ম্যাচগুলো পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন ও মোশারফ হোসেন। ধারাভাষ্যে ছিলেন আসাদুর রহমান, তহমিনা পারভীন লিলি ও শেখ শাহজাহান আলী শাহীন।



মন্তব্য চালু নেই