ঘেরের পাড়ে সবজি চাষ করে বাড়তি অর্থ আয় করেছ সাতক্ষীরার কৃষকরা
মৎস্য চাষের সাথে সাথে ঘেরের পাড়ে সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে সদর উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে সবজি চাষে প্রায় ৫৫ হাজার টাকা বাড়তি আয় করেছে তারা। মৎস্য ঘেরের পাড়ে সবজি চাষ করে লাভবান হওয়ায় বাড়তি লাভের আশায় সম্মিলত ভাবে চাষাবাদের দিকে ঝুকছে কৃষকরা। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের মুজিবর রহমান ও নেবাখালির শওকত আলী ঘেরে সাদা মাছ, চিংড়ি এবং পাড়ে বিভিন্ন সবজি পরির্দশন করেন সদর উপজেলা মৎস্য অফিসার আব্দুল বারী, এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের সাতক্ষীরা আঞ্চলের ব্যবস্থাপক আল মামুন হওলাদার, জেলা ব্র্যাক প্রতিনিধি শহীদ হোসেন, ব্র্যাকের সদর উপজেলা ব্যবস্থাপক গনেশ কুমার কর, এফও আব্দুল জলিল ও হিসাব কর্মকর্ত হারুন অর রশিদ প্রমুখ।
কৃষকরা জানান, আগে তারা আর্থিকভাবে খুবই অস্বচ্ছল ছিলেন, ব্র্যাক থেকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা নিয়ে বাড়ির পাশে পুকুর এবং ঘেরে গলদা চিংড়ি, রুই, কাতলা, সিলভার কার্প, শিংসহ বিভিন্ন প্রকার চাছ চাষ করেছেন। প্রতিটি মাছই এখন বিক্রয়ের উপযোগী হয়েছে। দাম পেলে প্রচুর টাকা লাভ হবে বলেও আশা করছেন তারা। তারা আরও বলেন, মাছের সাথে সাথে পুকুরের পাড়ে লাউ, কুমড়া, বেগুন, করোলা, কপিসহ বিভিন্ন প্রকার সবজি চাষ করে তারা আয় করছেন বাড়তি টাকা। প্রসঙ্গত, তারা ব্র্যাক’র কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির প্রশিক্ষণ পেয়েছেন।#
মন্তব্য চালু নেই