কলারোয়া উপজেলা আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

কুশোডাঙ্গাকে হারিয়ে সোনাবাড়িয়া সেমিতে

সাতক্ষীরার কলারোয়া উপজেলা আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ২য় খেলায় সোনাবাড়িয়া ইউনিয়ন ৪-১ গোলে কুশোডাঙ্গা ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বুধবার বিকেলে কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ওই খেলার প্রথমার্ধে কুশোডাঙ্গা ১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমনাত্বক খেলে সোনাবাড়িয়া দলের জাকির ২টি এবং অপু ও খোকন ১টি করে গোল করে দলের জয় নিশ্চিত করে। উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৮দলীয় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। খেলাটি উপভোগ করেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসলামুল আলম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আ.ওহাব মামুন প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন, মিয়া মো.ফারুক হোসেন স্বপন, মোশারফ হোসেন ও রাশেদুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহীন ও মীর রফিকুল ইসলাম।



মন্তব্য চালু নেই