কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উদ্যোগে ইফতার মাহফিল
কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অস্থায়ী কার্যালয় পৌর সদরের বঙ্গবন্ধু মহিলা কলেজে এ উপলক্ষে ইফতার পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ শিক্ষানুরাগী যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন স্কুল পরিদর্শক অধ্যাপক এম এ ফারুকের সভাপতি ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, সাতানী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহিম, সাবেক ইউপি চেয়ারম্যান(৫নং) ডা. আনিছুর রহমান, প্রভাষক হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান (৪নং) প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সাংবাদিক এম এ সাজেদ প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন।
মন্তব্য চালু নেই