সাতক্ষীরার কলারোয়ার কিছু খবর

কলারোয়া সীমান্তে ভারতীয় রুপিসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার কলারোয়ায় ভারতীয় টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মাদরা বিজির’র ল্যাঃ নায়েক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তে বিজিবি টহল দেওয়ার সময় ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার সময় কলারোয়া সীমান্তের ভাদীয়ালী গ্রামের মেইন পিলার ১৩/৩ এস এর ৮আরবির নিকটে কলারোয়া উপজেলার পুটনি গ্রামের গোলাম মোস্তফার পুত্র মিতুল (২৬)কে আটক করে। পরে তার দেহ তল্লাসী চালিয়ে ভারতীয় ৫শ’রুপি উদ্ধার করে। এঘটনায়া কলারোয়া থানায় একটি মামলা নং-১৮/১৪ দায়ের হয়েছে।

কলারোয়ার হেলাতলা আইডিয়াল স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
কলারোয়ার হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালের দিকে স্কুল চত্বরে আয়োজিত এক ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল আলিম, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, অভিভাবক সদস্য হেলাতলা ওয়ার্ড আ’লীগের সভাপতি আমিরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। সকলের উপস্থিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম ২০১৪সালের বার্ষিক ফলাফল ঘোষণা করেন।

ঢাকা আহছানিয়া মিশনের সিডকো প্রযুক্তি স্থাপন ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা
মঙ্গলবার কলারোয়ায় ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে পৌর সদরের গদখালী গ্রামে সিডকো প্রযুক্তি স্থাপন ব্যবস্থাপনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ঢাকা আহছানিয়া মিশনের ওয়ার্টার এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার কলিমউল্লাহ, কলারোয়া পৌর সভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সকলের সর্বসমম্মিক্রমে গদখালী গ্রামে সিডকো প্রযুক্তি স্থাপন ব্যবস্থাপনা বিষয়ক একটি ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হলেন, পৌর সভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সহ-সভাপতি ফারহানা বেগম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সেলিনা বেগম, সদস্য ওয়াজিহুর রহমান, আঃ মমিন, আহাদ আলী, আবুল কাশেম, নারগীছ বেগম, ফাতেমা খাতুন, আশরাফ আলী ও মকবুল হোসেন প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমাদের কলারোয়া প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুজ্জামান মিজান, ফিল্ড ইঞ্জিনিয়ার রাকেশ শাহা, ফিল্ড অর্গানাইজার ইয়াসিন হোসেন।



মন্তব্য চালু নেই