সাতক্ষীরার কলারোয়ার কিছু খবর :
কলারোয়া সীমান্তে ভারতীয় টাকাসহ কিশোর আটক
কলারোয়া সীমান্তে ভারতীয় টাকাসহ এক কিশোরকে আটক করেছে মাদরা বিওপি’র বিজিবি সদস্যরা। আটকের ঘটনাটি ঘটেছে রোববার বেলা সাড়ে ১২টার দিকে চান্দা গ্রামের মাদরা মেইন পিলার ১৩/৩ আর ১৪ এর নিকটে। মাদরা বিওপি সূত্রে জানা যায়, উপজেলার বড়ালী গ্রামের আব্দুর রশিদের পুত্র আবু রায়হান (১৮) অবৈধপথে ভারত যেয়ে সেখান থেকে ফেরার পথে মাদরা বিওপি’র টহলরত বিজিবি সদস্যদের হাতে উল্লেখিত স্থানে আটক হয়। এ সময় আটক হওয়া ওই কিশোরের নিকট ভারতীয় ২ হাজার ৯শ ১০ টাকা পান বিজিবি সদস্যরা। আটককৃত কিশোর ভারতের বারাসাতে নিউ নাসিং হোমে নার্সের কাজ করা মায়ের সাথে দেখা করতে যায় বলে বিজিবিকে জানায়। এ ব্যাপারে কলারোয়া থানায় ল্যান্স নায়েক নূর নবী বাদী হয়ে একটি মামলা (নং-১৭,তাং-২৮) করেছেন।
কলারোয়ার কাদপুর প্রাইমারি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
কলারোয়ার সীমান্তবতী কাদপুর সরকারি প্রাইমারি স্কুলের ২০১৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বিকেল ৪ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপত্বি করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আব্দুস সবুর। ফলাফল ঘোষণা করেন স্কুলের প্রধান শিক্ষক হাসান আবু তাহের। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আতাউর রহমান, আয়নাল হক, ডা: হাফিজ উদ্দিন, নিজাম উদ্দিন, রুহল আমিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব রুহুল কুদ্দুস মোল্লা, মাস্টার রফিকুল ইসলাম মুকুল, আলি হোসেন, আকরাম হোসেন প্রমুখ। ফলাফলে মেধাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারী শিক্ষার্থীর মায়েদের একটি করে চাদর উপহার প্রদান করেন সহ-সভাপতি সাংবাদিক আতাউর রহমান। এছাড়া সকল কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে স্কুল চত্ত্বরে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে.এম আনিছুর রহমান, প্রভাষক কামরুন্নাহার বেবী, হাজী নাছিরউদ্দীন কলেজের প্রভাষক আল মামুন,প্রভাষক সাবিনা খাতুন,মায়া রানী রায়, রাফিউন্নেছা রনি। এ ছাড়া উপস্থিত ছিলেন আলি হোসেন, আব্দুর রহমান, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা কামরুন্নেছা, ফেরদৌসি পারভীন সৈয়দ রিক্তা খানম, লাজমিনা খাতুন, আনোয়ারা খাতুন, রাবেয়া খাতুন, শিরিনা খাতুন, শাহিদা খাতুন লিলি,নারগিছ আরা খাতুন প্রমুখ। প্রকাশ থাকে যে অত্র প্রতিষ্ঠান থেকে কলারোয়া প্রেসকাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমানের কন্যা ফারিহা রহমান প্রমি ৭০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর ৬৯৪ পেয়ে ৪র্থ শ্রেণি থেকে প্রথম স্থান অধিকার করে পঞ্চম শেণিতে উত্তীর্ণ হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীর অধিকারী এবং ফলাফল প্রকাশ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন ও সহকারী শিক্ষক রবিউল ইসলাম।
কলারোয়ায় দঃ মুরারীকাটি সরঃ প্রাথঃ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
কলারোয়ায় দক্ষিণ মুরারীকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (তারকনাথ) বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার বেলা ১২ টার দিকে স্কুল চত্ত্বরে পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক সাংবাদিক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, অধ্যাপক হাবিবুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক বাবু চন্ডীচরণ পাল, প্রধান শিক্ষক তৌফিকুর রহমান। এর আগে পবিত্র কুরআন তেলোয়াত করেন মুররীকাটি হাফিজিয়া মাদ্রাসার মহতামিম হাফেজ আলী হোসেন। সমগ্র ফলাফল অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক নব কুমার।
কলারোয়ায় আজিজুল হক চৌধুরীর দোয়া অনুষ্ঠান
কলারোয়া পৌরসভার প্রথম প্রশাসক আজিজুল হক চৌধুরীর দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১টায় এ উপলে পৌর বাজারের নিজস্ব বাস ভবনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী তোজাম্মেল হোসেন মানিক, উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী কুদরত-ই-খুদা, মাওলানা ওসমান গনি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম, মুনছুর আলী, প্রাক্তন শিক কাজী মাহবুবুর রহমান, ডাঃ শেখ আকতারুজ্জামান, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সরকারি কলেজের উপাধ্য অহিদুল আলম মন্টু, মাসুদুল হক চৌধুরী, জাকারিয়া আলম জিকু, মাস্টার আব্দুস সালাম, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক জুলফিকার আলীসহ এলাকার মুসুল্লীগণ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সাতীরা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন আজিজুল হক চৌধুরী।
কলারোয়ায় তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিার ফলাফল প্রকাশ
রোববার কলারোয়ায় তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীার ফলাফল প্রকাশ করা হয়েছে। সকাল ১১টায় তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীার ফলাফল ঘোষণা করেন বিদ্যালয় প্রধান শিক্ষক রেহেনা সুলতানা। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ষোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ইউনুচ আলী খান, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সদস্য পুষ্প রানী পাল, গনপ্রতি বিশ্বাস, শিক রবিউল ইসলাম, হাবিবুর রহমান, শারমিন সুলতানা, লিলি রানী দাস, সালমা খাতুন, সাবিনা ইয়াসমিন, শিরিনা আক্তার, তুলসীডাঙ্গা ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, আ’লীগ নেতা উত্তম কুমার ঘোষ।
মন্তব্য চালু নেই