কলারোয়া সীমান্তে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার
কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার করেছে। তবে উদ্ধারের ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। চান্দুড়িয়া বিওপি’র নায়েব সুবেদার আব্দুল মান্নান মঙ্গলবার সাংবাদিকদের জানান, তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী কাদপুর গ্রাম থেকে ভারতীয় ২০ বোতল মদ ও ১ হাজার পিস ‘মখমলগ্রা’ ট্যাবলেট উদ্ধার করেন। এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
কলারোয়ায় ফেনসিডিল উদ্ধার
কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড়ে। তবে অভিযানকালে পুলিশ কাউকে আটক করতে পারেনি। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের জানান, সোমবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এ এস আই কামরুজ্জামান জিয়া সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে পৌর সদরের কলাগাছি মোড়ে অবস্থান নেন। এ সময় মোটরসাইকেল চালক উপজেলার রাজনগর গ্রামের আদম আলির ছেলে মিজান ওই স্থানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এরপর পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালিয়ে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মোটরসাইকেলসহ এর আনুমানিক মুল্য ১ লাখ ১১ হাজার টাকা। এ ব্যাপারে কলারোয়া থানায় পালিয়ে যাওয়া মিজানকে আসামি করে মাদক আইনে একটি মামলা হয়েছে।
কলারোয়ায় পুলিশের হাতে আটক ৪
কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে ৪ ব্যক্তিকে আটক করেছে। এরা মামলার এজাহারভূক্ত আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটককৃতরা হলো: উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের আব্দুর রশীদের ছেলে সাইফুল ইসলাম (২৬), বালিয়াডাঙ্গা গ্রামের নিকারিপাড়ার লুৎফর রহমান বিশ্বাসের ছেলে উজ্জ্বল আলি (৩০), সাতক্ষীরা সদর থানার ভাটপাড়া গ্রামের আনছার আলির ছেলে রেজাউল ইসলাম (৩৮) ও একই থানার মোকন্দপুর গ্রামের নওশের আলির ছেলে মতিয়ার রহমান (৪৫)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এদের বিরুদ্ধে কলারোয়া থানায় এজাহার ও ওয়ারেন্ট রয়েছে।
মন্তব্য চালু নেই