কলারোয়া (সাতক্ষীরা) খবর (১৭/৯/১৪)
## কলারোয়ায় জয় মহাপ্রভু সেবক সংঘের আলোচনা সভা ॥ নয়া কমিটি গঠন:
সনাতন ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কলারোয়ায় ‘জয় মহাপ্রভু সেবক সংঘ’ নবযাত্রা শুরু করেছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে কলারোয়া বেত্রবতী হাইস্কুলের হলরুমে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাবু গোষ্ট চন্দ্র পালকে সভাপতি ও অসিত ঘোষকে সা, সম্পাদক করে জয় মহাপ্রভূ সেবক সংঘের নয়া কমিটি ঘোষিত হয়। সভায় কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক সুপ্রসাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সা. সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল। এসময় উপস্থিত ছিলেন বাবু অলোক কপাট, বাবু রাম প্রসাদ দত্ত, বাবু আনন্দ মোহন রায়, দুলাল চন্দ্র বিশ্বাস, গোপাল চন্দ্র দে, বাবু চন্ডিচরণ পাল, ডা. হরিপদ বিশ্বাস, প্রভাষক প্রদীপ পাল, সমরেন্দ্র স্বর, বিশ্বনাথ দেবনাথ, শংকর ঘোষ, জীবন ঘোষ, লক্ষণ চন্দ্র বিশ্বাস, উদয় মন্ডল, উদয় রায়, চিত্তরঞ্জন বসু, সুজন বিশ্বাস, ডা. সুবোল পাল, হরিকান্ত পাল, প্রকাশ হালদার, রতন সেন, নির্মল মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অসিত ঘোষ।
## কলারোয়ায় হঠাৎগঞ্জ হাইস্কুলে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা:
কলারোয়ার হঠাৎগঞ্জ হাইস্কুলের শিক্ষক ও পরিচালনা পরিষদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বুধবার দুপুরের দিকে স্কুলে আয়োজিত ওই সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে ম্যানেজিং কমিটির দাতা সদস্য অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইনকে স্কুলের নয়া সভাপতি মনোনীত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, প্রধান শিক্ষক আমজাদ হোসেনসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
## কলারোয়ায় বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার:
কলারোয়ায় বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রাম থেকে ৪লক্ষাধিক টাকার ওই সামগ্রী উদ্ধার করে কলারোয়ার অস্থায়ী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা। জানা গেছে, কলারোয়া ডাকবাংলো চত্বরে অবস্থিত অস্থায়ী বিশেষ বিজিবি ক্যাম্পের হাবিলদার আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা মঙ্গলবার সকালে পৌরসভা এলাকার তুলশীডাঙ্গা থেকে ভারত থেকে অবৈধভাবে আসা টিভি সার্কিটসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২৯ হাজার টাকা। তবে এসময় কেউ আটক হয়নি।
## জামায়াত নেতা সাঈদীর ফাঁসি কার্যকরের দাবীতে কলারোয়ায় আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ:
৭১’র মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির মাও.দেলওয়ার হুসাইন সাঈদীর ফাঁসির দাবিতে কলারোয়া আ’লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার সাঈদীর আপিলের রায় ঘোষনার দিনে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। ট্রাইবুনালের দেয়া ফাঁসির রায় কার্যকরের দাবি জানান বক্তরা। আপিলের রায়ে ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদন্ডের রায়ের খবর জানার পর নেতাকর্মীরা অস্তুষ্টতা প্রকাশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সা.সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আ’লীগ নেতা আরাফাত হোসেন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, আ’লীগ নেতা খাইবার হোসেন, রাম প্রসাদ দত্ত, জাহাঙ্গীর কবির বাবলু, শ্রমিকলীগ সভাপতি আ.রহিম, সহ.সভাপতি এনায়েত খান টুন্টু, সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ মাছুমুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হারুন-অর-রশীদ ও ছাত্রলীগ সভাপতি শেখ ইমরান হোসেন। আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলীর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, কাজী আ.ওহাব, যুবলীগ যুগ্ম আহবায়ক কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সাবেক সা.সম্পাদক রবিউল আলম মল্লিক, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, শ্রমিকলীগ সা.সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠু, আসাদুজ্জামান তুহিন, আশিকুর রহমান মুন্না, স্বেচ্ছাসেবকলীগ নেতা শহিদুজ্জামান সাঈদ, ফিরোজ জোয়ার্দ্দার, পৌর ছাত্রলীগ সভাপতি শেখ মাহফুজুর রহমান মাফুজ প্রমুখ। এর আগে কলারোয়া সরকারি কলেজে থেকে ছাত্রলীগের উদ্যোগে এক মিছিল বের হয়।
## কলারোয়ায় ১০বিএনপি কর্মীর আ’লীগে যোগদান:
কলারোয়ায় ১০বিএনপি কর্মী আ’লীগে যোগদান করেছে। বুধবার দুপুরে উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন এবং সা.সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর হাতে ফুল দিয়ে তারা আ’লীগে যোগদান করেন। আ’লীগ নেতা আনছার আলীর নেতৃত্বে উপজেলার হেলাতলা ইউনিয়নের ১০জন বিএনপি কর্মী আ’লীগে যোগ দেন। যোগদানকৃতরা হলো- হেলাতলা ইউনিয়ন বিএনপির কর্মী হাফিজুর রহমান হাফি, আব্দুল আলিম, সামাদ, শওকাত আলী, আমির হোসেন, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, মজনু, ইয়াছিন ও কার্ত্তিক কুমার।
## কলারোয়ায় মৎস্য চাষের উপর প্রশিক্ষণ:
কলারোয়ায় মৎস্য চাষের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যেদের নিয়ে উপজেলার ঘরচালা প্রাইমারী স্কুলে বুধবার বিকেলে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তা আবিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, ব্যাংক কর্মকর্তা মাহমুদ আল হাদী, জাহিদুল ইসলাম, আব্দুল হামিদ, মনিরুল ইসলাম শিক্ষক আনারুল ইসলাম, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংক কর্মকর্ত কামরুজ্জামান।
মন্তব্য চালু নেই