কলারোয়া, সাতক্ষীরার কিছু খবর :

কলারোয়া সরকারি কলেজে ইফতার মাহফিল

সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সরকারি কলেজের অধ্যক্ষ ডা. হাসান সোরওয়ার্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের প্রাক্তন ছাত্রনেতা উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় অন্যন্যেদর মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক এমএ ফারুক, সরকারি কলেজের উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শিমুলসহ কলেজের সকল শিক্ষক ও অতিথিবৃন্দ।

কলারোয়ায় আটক ২
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, থানার এএসআই জিন্নাত হোসেন, এএসআই কামরুজ্জামান জিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর সদরের ঝিকরা গ্রামের এসটিসি নং-৯৭/১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মৃত আবুল হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৩৫) কে তার বাড়ি থেকে আটক করেন। অপরএক অভিযানে থানার এএসআই কামরুজ্জামান জিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জালালাবাদ গ্রাম থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মৃত আফেজউদ্দিনের ছেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি রুহুল আমিন (৩৫)কে আটক করেন। তার বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন (নং-৩১৫/১৫) মামলায় ওয়ারেন্ট রয়েছে।

কলারোয়ায় গাঁজাসেবন ও বিক্রয়কালে সুইপার আটক
সাতক্ষীরার কলারোয়ায় গাঁজাসেবনকালে এক সুইপারকে আটক করেছে থানা পুলিশ। কলারোয়া থানার এসআই হিমেল হোসেন, এএসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত শ্রী দুলালের ছেলে শ্রী রাজীব কুমার (২৭)কে আটক করে। আটকৃত রাজীব কুমার পেশায় সে একজন সুইপার। তার বিরুদ্ধে এলাকার দীর্ঘ দিন ধরে গাজাসহ মাদকদ্রব্য বিক্রের অভিযোগ রয়েছে।



মন্তব্য চালু নেই