কলারোয়া শিশু ল্যাব. স্কুলের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কামরুল হাসান, কলারোয়া: আগামি ২০ নভেম্বর অনুষ্ঠেয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের মঙ্গলবার বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো: ইমদাদুল হক।

অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের প্রতি শুভাশিস জানিয়ে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, স্বপন কুমার দে, আমজাদ হোসেন, মাওলানা নুরুল হক, আব্দুুল্লাহ আল মামুন, রুনা লায়লা, শারমিন নাহার প্রমুখ।

স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষকসহ শিক্ষকমন্ডলী পরীক্ষার্থীদের হাতে কিছু শিক্ষা উপকরণ প্রদান করেন। শিক্ষার্থীরাও তাদের প্রিয় স্যারদের পুষ্পস্তবক অর্পণ করে। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী শিক্ষক শাহ আলম।



মন্তব্য চালু নেই