কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথনামা পাঠ
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী প্রতিষ্ঠান সততা সংঘ’র শপথনামা পাঠ করান প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
আলোকিত মানুষ হওয়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শপথবাক্য পাঠ করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথপূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী শামসুর রহমান, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উৎপল কুমার সাহা প্রমুখ।
উল্লেখ্য, তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণ সচেতনতা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে সততা সংঘ কার্যক্রম পরিচালনা করে থাকে। আগামি ২০ মার্চ, সোমবার সকাল ৯ টায় কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুরূপ কর্মসূচির আয়োজন করছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই