কলারোয়া বাজার কমিটির পক্ষ থেকে নবাগত ওসির সংবর্ধনা প্রদান
কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে ডাকবাংলা রোডে অবস্থিত বাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন থানার নবাগত অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ। এসময় তিনি বলেন, ব্যবসায়ীরা সঠিকভাবে তাদের ব্যবসা পরিচালনা করবেন। পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের সকল সুবিধা দেওয়া হবে। কোন ব্যবসায়ীকে অহেতুক হয়রানি করা হবে না। তাই বাজারের সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা রক্ষাতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, সহ-সভাপতি আলিমুর রহমান, শহিদুল ইসলাম বাবু, যুগ্ন-সম্পাদক আবু সাঈদ, আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, অর্থ-সম্পাদক আশফাকুর রহমান সোহেল, থানার এসআই পিন্টু লাল দাস, বাজার কমিটির সদস্য আরিফ হোসেন, নাসির উদ্দিন, মোস্তাক আহম্মেদ, আনারুল ইসলাম নছু, বাবলুর রহমান, রবিউল ইসলাম, মামুনুর রশিদ, আব্দুল মোমিন, আব্দুল গফুর, ব্যবসায়ী কাজী শামসুর রহমান, প্রভাষক রফিকুল ইসলাম, সুধাংশ বিশ্বাস, মীর রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, মিজানুর রহমান, ডাক্তার আব্দুল বারি, আব্দুস সামাদ, আশরাফ আলি বাবু, জাহাঙ্গীর হোসেন, চান্দু অধিকারী, আনন্দ সরকারসহ বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।
মন্তব্য চালু নেই