কলারোয়া পৌর নির্বাচন: আরো মনোনয়নপত্র সংগ্রহ করেছে মেয়র পদে ১, কাউন্সিলর পদে ১৫ প্রার্থী

রবিবার কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর মধ্যে মেয়র পদে ১ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী রয়েছে।
রবিবার ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- মেয়র পদে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে নাজমা বেগম, জামায়াত’র মহিলা নেত্রী আম্বিয়া খাতুন, ৪, ৫ও ৬ ওয়ার্ডে মোছাঃ সেলিনা পারভীন, ৭, ৮ ও ৯ ওয়ার্ডে মিসেস দিথি বেগম, কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে জিএম শফিউল আলম, ২নং ওয়ার্ডে শেখ হামিদুর রহমান, ৩নং ওয়ার্ডে এএসএম এনায়েতুল্লাহ খান টুন্টু, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, ৪নং ওয়ার্ডে ডাক্তার আমানুল্লাহ আমান, ৫নং ওয়ার্ডে মোঃ আব্দুস সবুর, ৬নং ওয়ার্ডে মোঃ আবু জাফর সরদার, মোঃ আলফাজ উদ্দীন, ৭নং ওয়ার্ডে মোঃ সাইদুর রহমান মল্লিক, মোঃ আলিমুর রহমান সরদার ও ৮নং ওয়ার্ডে শেখ ইমাদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, তফসিল ঘোষণার পরে বৃহস্পতিবার ও শুক্রবার কলারোয়া পৌরসভা নির্বাচনে ১৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, মেয়র পদে আওয়ামীলীগ নেতা আরাফাত হোসেন ও সাময়িক বরখাস্তকৃত মেয়র বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ফারহানা হোসেন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেত্রী সন্ধ্যা রাণী বর্মণ এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে লুৎফুন্নেছা লুতু, সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে এস এম মফিজুল ইসলাম, মোসলেম আলি, ২নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ৩নং ওয়ার্ডে সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠু, ৪নং ওয়ার্ডে মেজবাউদ্দীন নিলু ও বিএনপি নেতা মাগফুর রহমান রাজু, ৫নং ওয়ার্ডে আ.লীগ নেতা কার্তিক চন্দ্র মন্ডল ও বিএনপি নেতা শেখ জামিল হোসেন, ৬নং ওয়ার্ডে রিজাউল ইসলাম, ৭নং ওয়ার্ডে যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হারুন-অর-রশীদ এবং ৯নং ওয়ার্ডে আলীগ নেতা আকিমুদ্দীন আকি দফাদার, আব্দুল লতিফ সরদার ও শওকত হোসেন।



মন্তব্য চালু নেই