কলারোয়া থানা চত্বরে ফলজ বৃক্ষের চারা রোপন

সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমের নিজ হাতে সাজানো দৃষ্টিনন্দন থানা চত্বরকে আরও সুশোভিত করতে এবার এগিয়ে এলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শফিকুর রহমান।

থানা চত্বরে ফলজ বৃক্ষের চারা রোপন করলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শফিকুর রহমান। শুক্রবার বিকেলে তিনি সেখানে কয়েকটি বৃক্ষের চারা রোপন করেন।

এসময় তিনি সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, গাছ হলো মানুষের বিপদে-আপদের সাথী। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো ও সংরক্ষণ খুবই জরুরী। প্রত্যেকে একটি করে ফলজ বৃক্ষের চারা রোপন করুন আর পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন।



মন্তব্য চালু নেই