কলারোয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ “দুর্যোগ প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা কলারোয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, উপজেলা সমবায় অফিসার নওশের আলী, ব্যাংকার জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক ইমদাদুল হক, মুজিবুর রহমান, শিক্ষক আঃ রব, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জুলফিকার আলী, ডিএসকের প্রকল্প ব্যবস্থাপক মর্তুজা আলী, টেকনিক্যাল অফিসার মাসুদ আল কবীর রাজন, কামরুন নাহার, ডিএসকের চয়ন কুমার চক্রবর্তী, ফয়সালুজ্জামান, সুলতান আহম্মেদ, আছিয়া খাতুন, ঝর্ণা সুলতানা, নাজমা খাতুন, নাসরিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ।
মন্তব্য চালু নেই