কলারোয়া ইসলামিক ফাউন্ডেশনে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ গতকাল বুধবার সকালে কলারোয়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শ্রেষ্ট শিক্ষার্থীদের মধ্যে এক পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামকি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার অলিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার হাসানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার শামছুর রহমান, মহিদুল ইসলাম, এরশাদ আলী, হাফিজুর রহমান, মাওলানা জোবায়ের হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, মডেল কেয়ারটেকার সিরাজুল ইসলাম। উল্লেখ্য-উপজেলার ১২টি ইউনিয়নের ৬২টি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে ৬শত’২০টি কুরআন শরিফ বিতরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই