কলারোয়ায় ৬ লাখ ৯৪ হাজার টাকার প্রকাশ্য কৃষি ঋণ বিতরণ
কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদে প্রকাশ্য কৃষি ঋণ কমিটির এক আলোচনা সভায় ২৯ জন কৃষকের মধ্যে ৬ লাখ ৯৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভায় এ কৃষি ঋণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, কলারোয়া কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আঃ ওয়াহাব, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আলহাজ্ব আবুল হোসেন, কলারোয়া রূপালী ব্যাংকের ব্যবস্থাপক সংকর কুমার দাস, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মনোতোষ সরকার, পূর্বালী ব্যাংকের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন, সোনাবাড়িয়া কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক শ্যামল কুমার ভট্টাচার্য্য, গয়ড়া সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রবিউল ইসলাম, কৃষি ব্যাংক কর্মকর্তা জাহিদুর রহমান খান চৌধুরী, বালিয়াডাঙ্গা শাখার কর্মকর্তা এমএ গফুর, আইও শামসুর রহমান, মনিরুল ইসলাম, আরডিএস এর ম্যানেজার কামরুজ্জামান, বিআরডিবির চেয়ারম্যান আঃ গফুর, উপজেলা পল্লি দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা মুনকাছিম বিল্য¬াহ, মাঠ কর্মকর্তা শেখ নাছিম উদ্দীন, নুরুন্নাহার বেগম, এডিবিও মোজাফ্ফার রহমান, ইউপি সদস্য নরুল ইসলাম, আরশাদ আলী, হাশেম আলী, কামরুজ্জামান, আনারুল ইসলাম, রফিকুল ইসলাম, রেকসোনা খাতুন, শিরিনা খাতুন, আশরাফ হোসেন, আরশাদ আলী, লিয়াকাত আলী ও সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। অনুষ্ঠানে কৃষি ব্যাংক ৮জন কৃষকের মধ্যে ৩ লাখ ৫৫ হাজার টাকা, ইসলামী ব্যাংক ৬ জনের মধ্যে ১ লাখ ২১ হাজার টাকা ও বিআরডিবি ১৫ জনের মধ্যে ২ লাখ ১৮ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করে।
মন্তব্য চালু নেই