মিডিয়া পার্টনার ournewsbd.com

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে ঝিকরগাছার শুভ সূচনা

সাতক্ষীরার কলারোয়ায় ৫ম বজলুর রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় জয়লাভ করেছে ঝিকরগাছা ক্রিকেট ক্লাব। শনিবার কলারোয়া ফুটবল ময়দানে মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে এবং এমআর ফাউন্ডেশন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট ও উপজেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় টসে জয়লাভ করে ঝিকরগাছা ক্রিকেট একাদশ। তারা প্রথমে ব্যাটিং করে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবু বক্কার সর্বোচ্চ ৫১ রান করেন মাত্র ৩০ বল খরচায়। জবাবে ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঝিকরা ক্রিকেট ক্লাব নির্দিষ্ট ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে সমর্থ হয়। অন্তর সংগ্রহ করেন ৪৪ রান। ফলে ঝিকরগাছা ক্রিকেট ক্লাব ৯ রানের কষ্টার্জিত জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। খেলায় ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন ঝিকরগাছার আবু বক্কার। উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন আম্পায়ার বদরুজ্জামান বিপ্লব, মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন। ম্যাচরেফারি ছিলেন আব্দুর রহিম বাবু। ম্যাচের ধারা বর্ণনা করেন অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন। এর আগে সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি অধ্যাপক আবুল খায়ের, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রহিম, মাহফুজার রহমান মাখন, মাস্টার শফিউল আজম শেলী, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক, অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, মফিজুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, দীপক শেঠ, আতাউর রহমান, এমএ সাজেদ, জুলফিকার আলী, ফিরোজ জোয়ার্দ্দার, আরিফ চৌধুরী প্রমুখ। সোমবার একই ভেন্যুতে টুর্ণামেন্টের দ্বিতীয় খেলায় কলারোয়া ক্রিকেট একাডেমি ও শ্যামনগর ক্রিকেট এ্যাসোসিয়েশন পরস্পরের মুখোমুখি হবে। খেলাটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পেপার ‘আওয়ার নিউজ বিডি ডটকম’



মন্তব্য চালু নেই