কলারোয়ায় ৪ দিনব্যাপী দ্বিতীয় স্কাউট সমাবেশের উদ্বোধন

কামরুল হাসান,কলারোয়া :: “চিংড়ি, মাঘ, হরিণের দেশ- স্কাউটার এ মেতেছে দেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় ৪ দিনব্যাপী দ্বিতীয় স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান অনিুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে বি.এস.এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা স্কাউটস’র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা স্কাউটস কমিশনার ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু, জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক ইদুজ্জামান ইদ্রিস। উপজেলা স্কাউটস’র কমিশনার প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা স্কাউটস’র সহসভাপতি প্রাক্তন অধ্যক্ষ ইউনুচ আলী, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, উপজেলা স্কাউটস’র সহ সভাপতি প্রধান শিক্ষক আব্দুর রব, সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, ক.পা.ই সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষক ফজলুল করিম, এবাদুল হক, রুহুল আমিন, শামছুল হক, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এটিএম রুহুল কুদ্দুস, ওয়ায়েস আলী সিদ্দিকী বাবর, স্কাউটস নেতা আব্দুল হাকিম, মনিরুজ্জামান, ইউনুছ আলী, তহমিনা পারভীন লিলি, আব্দুল ওহাব মামুন, শফিকুল ইসলাম, হারান চন্দ্র মন্ডল, মোনায়েম, আবুল কালাম আজাদ, শঙ্কর কুমার, স্বপন চৌধুরী, আবুবকর ছিদ্দীক, ইউনুছ আলী, আব্দুল ওয়াদুদ, শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শেখ জাহিদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে স্কাউট পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ ও স্কাউট স্কার্ফ পরানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্কাউটস’র সম্পাদক আকতারুজ্জামান। উল্লেখ্য, ওই স্কাউট সমাবেশে উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি মাদরাসা থেকে ক্ষুদে স্কাউট দল অংশ গ্রহণ করেছে।



মন্তব্য চালু নেই