কলারোয়ায় ২৫ মার্চ শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালরাত্রীতে শহিদদের স্মরণে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র আয়োজনে শহিদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কলারোয়াবাসীর পক্ষ থেকে এ মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ। ক.পা.ই সহ সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তযোদ্ধা আনোয়ার হোসেন, এড. আলি আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ,অধ্যাপক শেখ জাবিদ হাসান, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, মাস্টার আক্তারুজ্জামান, মাস্টার বদরুজ্জামান বিপ্লব, মাস্টার আব্দুল ওহাব মামুন, মাস্টার সিরাজুল ইসলাম সিরাজ, ইউনুচ আলী, অধ্যাপক রামাকান্ত সরকার, অধ্যাপক তপন মন্ডল, কাজী আব্দুল ওহাব, সন্তোষ কুমার পাল, সাংবাদিক সুজাউল হক, জুলফিকার আলী, ফিরোজ জোয়ার্দ্দার, মোস্তফা হোসেন বাবলু, সাগর, শিশু শিল্পী উচ্ছাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক,পা,ই সাধারণ সম্পাদক এ্যাড শেখ কামাল রেজা।



মন্তব্য চালু নেই