কলারোয়ায় ১২০ জন ইউপি সদস্য শপথ নিলেন
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) : মঙ্গলবার বেলা সাড়ে ৯টায় উপজেলার ১০টি ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় শপথ বাক্য পাঠ করান। উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোশাররফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাণী সম্পদ অফিসার আতিকুজ্জামান, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম, মাহবুবুবর রহমান মফে, রবিউল হাসান, মোয়াজ্জেম হোসেন, শামসুদ্দিন আল বাবু, মনিরুল ইসলাম মনি, শওকাত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী আনারুল ইসলাম ও কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ প্রমুখ। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ১২০জন সদস্য ও সদস্যা শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
মন্তব্য চালু নেই