কলারোয়ায় হিউম্যান সোসাইটি’র উদ্যোগে বই বিতরণ

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় বেসরকারি সেবাদানকারী সামাজিক প্রতিষ্ঠান হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে বই বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ৩০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে এ বই বিতরণ করা হয়।

বিতরণ শেষে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামুলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মুহা. আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতি আলহাজ্ব প্রফেসর ডাক্তার জাফরউল্ল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার বিদে্যুাৎসাহী সদস্য এড. শেখ কামাল রেজা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাংবাদিক কে এম আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, সংগঠনের সহ-সভাপতি মোকারাম হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহিম বাবু, মীর রফিকুল ইসলাম, আব্দুর রশীদ, অভিভাবক সদস্য আ.ব.ম সাইফুল্লাহ, প্রভাষক মাওলানা ওমর আলী, মহিদুর রহমান, কাসেদ আলী, আশরাফুর রহমান, সোহেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।



মন্তব্য চালু নেই