কলারোয়ায় হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় শনিবার সকালে হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দুস্থ অসহায়, অসুস্থ ব্যক্তি ও শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রফেসার ডাঃ জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ রহিম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক অধ্যাপক তৌহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান খান চৌধুরী, এড শেখ কামাল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল¬াহ আমান, প্রধান শিক্ষক আবদুর রব, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, ব্যবসায়ী মীর রফিকুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ৫৬ সেট আলিম শ্রেণীর মাদ্রসার বই, ৮০জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা সহায়তার নড়দ টাকা, ২৩ জন ছাত্র-ছাত্রীদের উচ্চতর শিক্ষা সহায়তার নগদ টাকা, ১৬টি সেলাই মেশিন, কাউচি ও সেফ কাঠ, ২টি ভ্যান গাড়ি, হিফজুল কোরআন মাদ্রসায় আর্থিক সহায়তা, গদখালী হিফজুল কোরআন মাদ্রসায় আর্থিক সহায়তা, ২৫জন দুস্থ ব্যক্তিদের আর্থিক সাহায়্য ও হুইল চেয়ার প্রদান এবং ৭ জন গুরুতর অসুস্থ ব্যক্তির চিকিৎসা সহায়তা বাবদ সর্বমোট ৫ লাখ ৭৭ হাজার ৪শত টাকা প্রদান করা হয়েছে।



মন্তব্য চালু নেই