কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু আহত

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু গুরুতর আহত হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১টার দিকে উপজেলার আলাইপুর গ্রামের আতিয়ারের মোড়ে।

আহতরা হলো- কলারোয়া পৌর সভার মির্জাপুর গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে বকুল হোসেন (১৭), একই গ্রামের ইউনুছ আলীর ছেলে আলামিন হোসেন (১৮) ও আজু হোসেনের ছেলে মোস্তাক হোসেন (১৯)। বর্তমানে তারা কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শনিবার ওই সময় তারা ৩ বন্ধু উপজেলার ড্যাপা গ্রাম থেকে মোটরসাইকেল যোগে কলারোয়া অভিমুখে আসছিলো। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি নারকেল গাছে ধাক্কা খায়। এ সময় তারা ৩ জনই রাস্তার পাশে পড়ে যেয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাদের অবস্থা গুরুতর।



মন্তব্য চালু নেই