কলারোয়ায় সীমান্তে ৩ নারী-পুরুষ আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। শূক্রবার সকালে উপজেলার কাকডাঙ্গা মেইন পিলার ১৩/এএস আরবির নিকট কেড়াগাছি এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তারা আটক হয়।
আটককৃতরা হল- আশাশুানি উপজেলার ফটিকছড়ি গ্রামের পুর্ন্য সানার ছেলে ফুলিং সানা (৮০), ফুলিং সানার স্ত্রী কালি দাসি সানা (৭০) ও তাদের ছেলে চয়ন সানা (১০)।
কাকডাঙ্গা বিওপির সুবেদার কামালউদ্দিন জানান, শুক্রবার সকালের দিকে কেড়াগাছি সীমান্ত এলাকায় টহলকালে ১৩/ এএস আররির পিলারের নিকট দিয়ে ওই ব্যক্তিরা অবৈধভাবে ঘুরা ফেরা করছে। এসময় নায়েক সুবেদার কিতাবের নেতৃত্বে বিজিবি তাদের আটক করে জিঙ্গাসাবাদ করলে তারা বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার প্রচেষ্টার কথা স্বীকার করে। তাদেরকে আটক করে থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।
এ ব্যাপারে কলারোয়া থানায় পাসপোর্ট আইনে মামলা (নং-৪৩, তাং-৩০/১০/১৫) হয়েছে বলে জানা যায়।



মন্তব্য চালু নেই