কলারোয়ায় সার বিক্রেতাদের প্রশিক্ষণ কর্মশালা
সাতক্ষীরার কলারোয়ায় কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প (আপি) উদ্যোগে কৃষক পর্যায়ে গুটি ইউরিয়া সার বাজারজাতকরণে ডিলার ও খুচরা সার বিত্রেতাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসার মহাসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর কাজী আঃ হান্নান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমারা রায়, আপি’র ট্রেনিং অফিসার এটিএম হাফিজুল ইসলাম, ট্রেনিং অফিসার মোঃ আল মোবাশ্বের।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, কলারোয়া আপি’র ফিল্ড মনিটরিং অফিসার মোঃ হাবিবুর রহমান।
মন্তব্য চালু নেই