কলারোয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ প্রদান

কামরুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি (কলারোয়া, সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ঢাকা আহছনিয়া মিশন ও কলারোয়া পৌরসভার আয়োজনে ‘আমাদের কলারোয়া প্রকল্প’র উদ্যোগে মাসিককালিন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক ক্যাটালিস্ট প্রশিক্ষণ দেয়া হয়।
শনিবার দুপুরের দিকে বিদ্যালয়ের লাইব্রেরীতে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল।
ওয়াটার এইড, বাংলাদেশের অর্থায়নে প্রশিক্ষণ কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রীরা অংশ গ্রহণ করে। ঢাকা আহছানিয়া মিশন’র দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক ওয়াশ প্রমোটর মাগফুরা খাতুন, হাফিজা খাতুন ও হালিমা খাতুন এ সময় ছাত্রীদের মাসিক কালিন স্বাস্থ্য বিষয়ক নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।



মন্তব্য চালু নেই