কলারোয়ায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন শারদীয় দূর্গোৎসবকে নির্বিঘœ ও শান্তিময় করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪২টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশের ওই সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুরের দিকে কলারোয়া থানা ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার সাঈদ।

অনুষ্ঠানে কলারোয়া থানার অফিসার ইনাচর্জ (ওসি) শেখ আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহাসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দূর্গোৎসবকে ঘিরে সার্বিক আইন শৃংখলা সমুন্নত রাখতে সভায় সকলের সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য, এ বছর সর্বাধিক ৪২ টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব উদযাপিত হবে। গত বছর কলারোয়ায় ৩৫ টি মন্ডপে শারদীয়দূর্গোৎসব উদযাপিত হয়।



মন্তব্য চালু নেই