কলারোয়ায় শহীদ জিয়ার ৩৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সকালে তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি বিএনপি’র মুখপাত্র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মেখ কামরুল হোসেন, সহ সভাপতি আখলাকুর রহমান শেলী, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর মেয়র উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক গাজী আক্তারুল ইসলাম, বিএনপি নেতা প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, মাহফুজার রহমান, শেখ ফারুক আহম্মেদ মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম সহিদুল ইসলাম, মহিলা দলনেত্রী রাশিদা আশরাফ, প্রভাষক সাহাদাৎ হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোস্তফা ওহিদুজ্জামান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ হাকিম সবুজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সালাহ্উদ্দীন পারভেজ, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান, যুবদল নেতা আবাম সাইফুল্লাহ, শওকত হোসেন, ওমর খৈয়ম বাবু, পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, ডা. আসাদ, রূপচাঁদসহ বিএনপি ও অংগ সংগঠনের প্রতিটি ইউনিটের সভাপতি সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে এক কাঙালি ভোজের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালন করেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল।



মন্তব্য চালু নেই