কলারোয়ায় রাজমিস্ত্রী সম্মেলন অনুষ্ঠিত
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় রাজমিস্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে ফাইফ রিংস প্লাস সিমেন্টের সহযোগিতায় এ রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেসার্স শিমুল ট্রেডার্স ও মেসার্স শাহীন ট্রেডার্সের সৌজন্যে আয়োজিত ওই সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ ব্যবসায়ী শেখ শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাইফ রিংস প্লাস সিমেন্টের ঊর্দ্ধতন ব্যবস্থাপক মিরাজ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সরসকাটি মেসার্স শাহীন ট্রেডাসের মালিক ফাইফ রিংস প্লাস সিমেন্টের পরিবেশক শাহীন আলম, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কেএম আনিছুর রহমান, ফাইফ রিংস প্লাস সিমেন্টের মার্কেটিং কর্মকর্তা হাসানুজ্জামান, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, উজ্জ্বল হোসেন, পরিবেশক আসাদুজ্জামান, রাজমিস্ত্রি আব্দুল হামিদ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাইফ রিংস প্লাস সিমেন্টের সাতক্ষীরা জেলা সহকারী এরিয়া ব্যবস্থাপক ফারুক হোসেন।
মন্তব্য চালু নেই