কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে ’শিক্ষাসহায়তা’ প্রদান করলো যাকাত ফাউন্ডেশন

সাতক্ষীরার কলারোয়ায় যাকাত ফাউন্ডেশন’র উদ্যোগে শিক্ষাসহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

ইক্বরা চাইল্ড একাডেমি এন্ড মাদরাসার অধ্যক্ষ ইউনুচ আলির সভাপতিত্বে অনুষ্ঠানে ‘ইসলামে দৃষ্টিতে সাম্প্রদায়িক সম্প্রীতি’ বিষয়ে আলোচনা করেন প্রধান বক্তা দুদক’র উপ পরিচালক ও প্রতিষ্ঠানের সহ সভাপতি খাঁন মীজানুল ইসলাম সেলিম।

বিষয় ভিত্তিক আলোচনা করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ঢাকার ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান মিলন।

স্বাগত বক্তব্য দেন যাকাত ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ তোজাম্মেল হোসেন মানিক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কোষাধ্যক্ষ অধ্যাপক কেএম আনিছুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এটিএম রুহুল কুদ্দুস, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক ফজলুল করিম, প্রধান শিক্ষক ইউনুছ আলি, অধ্যাপক ফখরুল হাসান, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা এবি ছিদ্দীক, মাস্টার আব্দুল ওহাব মামুন, মাসউদ পারভেজ মিলন, অনুপ কুমার ঘোষ, মিয়া ফারুক হোসেন স্বপন, সাংবাদিক এমএ সাজেদ, জুলফিকার আলি, মোস্তাফা হোসেন বাবলু, ফিরোজ জোয়ার্দ্দারসহ অভিভাবক, শিক্ষার্থীসহ সুধিজন।Sk2

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা সহায়তার নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনসহ অতিথিবৃন্দ।

যাকাত ফাউন্ডেশন’র পক্ষ থেকে এ বছর ৪৫ জন শিক্ষার্থীকে ৬০ হাজার ৬শ’ টাকা নগদ অর্থ সহায়তা করা হয়।।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন।



মন্তব্য চালু নেই