কলারোয়ায় মুক্তিযোদ্ধা সংসদের ভবন পরিদর্শনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের নতুন ভবন পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম.এ. হান্নান।

শুক্রবার সকাল ১০টার দিকে নবনির্মিত এ ভবনটি তিনি পরিদর্শন করেন। পরে সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব এম.এ. হান্নান প্রধান অতিথির বক্তব্যও রাখেন।

পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রকল্পের পরিচালক মুজিবুল হক সমাজী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সহকারী প্রধান মমিনুর রহমান, জেলা প্রকৌশলী এএসএম শাহেদুর রহিম, কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা জেসমিন, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সৈয়দ আলী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা।



মন্তব্য চালু নেই