কলারোয়ায় মাদরা ক্যাম্পে মৎস্য ও বৃক্ষরোপন কর্মসূচি পালন
কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় বিজিবির মহাপরিচালক এর আদেশক্রমে বৃক্ষরোপন ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকালে মাদরা ক্যাম্পের পুকুরে মৎস্য অবমুক্তকরণ ও ক্যাম্পের চারদিকে বৃক্ষরোপন করেন মাদরা ক্যাম্পের নায়েক সুবেদার হায়দার আলি।
এসময় উপস্থিত ছিলেন ক্যাম্পের হাবিলদার সালামসহ বিজিবির সদস্যগণ। মাদরা ক্যাম্পের পুকুরে সাড়ে ৮কেজি মাছের পোনা ছাড়া হয় এবং ২৮টি গাছের চারা রোপন করা হয়। হিজলদী ক্যাম্পের পুকুরে ৩ কেজি মাছ ছাড়া ও ৩৮টি গাছ রোপন এবং চান্দুড়িয়া ক্যাম্পে পুকুরে ৫ কেজি মাছ ছাড়া ও ২০টি গাছ রোপন করা হয়।
মন্তব্য চালু নেই