কলারোয়ায় মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

কলারোয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও মিসেস সেলিনা আনোয়ার ময়না, থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম এবং শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক। সভায় যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনকে মহান বিজয় দিবস উদযাপন কমিটির উপদেষ্ঠা মন্ডলীর তালিকায় অর্ন্তভুক্ত করা হয়। একই সাথে উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা যথাযথ ভাবে উত্তোলনের বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। 000_8244অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসদ’র সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, অধ্যক্ষ আইয়ুব আলী, পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, কপাই সা.সম্পাদক এড. শেখ কামাল রেজা, ক্রীড়া সংস্থার সা.সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, শিক্ষক নেতা আমানউল্যাহ আমান, প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সা.সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, নির্বাহী সদস্য শিক্ষক দীপক শেঠ, ব্যবসায়ী নেতা মোস্তফা ফারুকুজ্জামান, এসআই হিমেল, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক ইমদাদুল হক, সহ.প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সাংবাদিক অধ্যাপক কেএম আনিছুর রহমান, এমএ সাজেদ, জুলফিকার আলি প্রমুখ।

 

কলারোয়ায় কেঁড়াগাছি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
কলারোয়ার ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্যাডে বুধবার দেয়া এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেঁড়াগাছি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং কোন কার্যক্রম না থাকায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে স্বল্প সময়ের মধ্যে প্রকৃত ছাত্র ও ত্যাগী কর্মীদের দিয়ে ওই কমিটি গঠন করা হবে।

 

কলারোয়ার কেঁড়াগাছিতে শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মতিথি পালিত
খালেকুজ্জামান পল্টু (সীমান্ত প্রতিনিধি) কলারোয়া, সাতক্ষীরা ::  কলারোয়ায় শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মতিথি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার কেঁড়াগাছিতে শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্ম ভিটা আশ্রম ও মন্দির প্রাঙ্গণে নাম সংকীর্তনের মাধ্যমে দিনব্যাপি অনুষ্ঠানের শুরু হয়। বিকেল ৪টায় অনুষ্ঠিত ভাগবত আলোচনায় অংশ নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, হারান চন্দ্র দাস, অনন্ত লীলা দাস ও বন্ধু সদন দাস। আশ্রমের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্রের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুরেশ পান্ডে, নারায়ন চন্দ্র মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরঞ্জন পাল, তরুণ দাস, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান পলটু, ইউপি সদস্য তৌহিদুজ্জামান, আশ্রমের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, প্রভাষক অসীম কুমার, সুভাষ কুমার, উত্তম কুমার প্রমুখ।

 

কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজে শিক্ষক মারপিটের মামলায় দুই শিক্ষককে জেলহাজতে প্রেরণ
কলারোয়া শেখ আমানুল্লাাহ ডিগ্রী কলেজের শিক্ষকদের দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় দুই শিক্ষকের জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। বুধবার সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিজ্ঞ আদালত ওই কলেজের সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক আবুল খায়ের ও জীববিজ্ঞানের প্রদর্শক আবু তৈয়বের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন বলে জানা গেছে। জানা যায়, গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে শেখ আমানুল্লাহ কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের চেয়ার দখলকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষকদের হাতে শারীরিকভাবে লাঞ্চিত হন ওই বিভাগের প্রধান প্রভাষক রফিকুল ইসলাম। এসময় বিভাগের আসবাবপত্র ভাংচুরের ঘটনাও ঘটে। এঘটনায় ওইদিন রাতেই আহত প্রভাষক রফিকুল ইসলাম বাদী হয়ে একই কলেজের ৬জন শিক্ষকের নাম উল্লেখ করে কলারোয়া থানায় একটি মামলা (নং-১৭) দায়ের করেন। মামলার আসামীরা হলেন- সহকারী অধ্যাপক আবুল খায়ের, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, প্রভাষক শাহাদাৎ হোসেন, প্রভাষক আনারুল ইসলাম, প্রদর্শক আবু তৈয়ব ও সহকারী অধ্যাপক ইউনুছ আলী খাঁন। বুধবার এ মামলার সকল আসামীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত শিক্ষক আবুল খায়ের ও আবু তৈয়বের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে বিজ্ঞ আদালত বাকী ৪জন আসামীর জামিন মঞ্জুর করেছেন বলে জানা গেছে।

 

কলারোয়ায় এক আসামী আটক
কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে পুলিশ আটক করেছে। জানা গেছে, বুধবার ভোররাতে উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত সোনালী ডাক্তারের পুত্র মিজানুর রহমান (৩৫)কে থানা পুলিশের একটি দল আটক করে। তার বিরুদ্ধে সাতক্ষীরা আদালতের ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে।

 

কলারোয়ায় ফলপ্রসু সালিশ শীর্ষক কর্মশালা
কলারোয়ায় ‘কার্যকর ও ফলপ্রসু সালিশ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ হলরুমে জাতীয় মহিলা আইনজিবি সমিতি ওই অনুষ্ঠানের আয়োজন করে। মেকিং উইমেন লিগ্যাল রাইটস এ রিয়ালিটি ইন বাংলাদেশ এর উদ্যোগে ব্রিটিশ কাউন্সিল ও ইউকে সরকারের অর্থয়ানে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ, মহিলা আইনজিবি সমিতির খুলনা রিজিওনাল কো-অডিনেটর এড.কামরুন জাহান বেবি, হুমায়ুন কবীর, সুমাইয়া মিলি, ইউপি সদস্য মনিরুজ্জামান, আ. লতিফ, তানজিলা খাতুন, আবুবকর সিদ্দিক প্রমুখ।



মন্তব্য চালু নেই