কলারোয়ায় মমতাজ আহম্মেদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্রে ও দাতব্য চিকিৎসালয়ের যাত্রা শুরু

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় মমতাজ আহম্মেদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্র ও হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ের উদ্ধোধন ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে কেঁড়াগাছি ইউপির মমতাজ নগর বোয়ালিয়া গ্রামে এই কমপ্লেক্র’র উদ্ধোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা উত্তম কুমার রায়।

বিশিষ্ট শিক্ষাবিধ অধ্যাপক এম এ ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ, সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম সাজু, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যাক্ষ ডাক্তার আব্দুল বারিক, সহকারি ডাক্তার হাবিবুর রহমান, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, ইসমাইল হোসেন, আরিফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ডাক্তার আনিছুর রহমান, ইউপি সদস্য মহিদুল গাজী, ইয়ার আলি, নজরুল ইসলাম, মুজিবর রহমান, মফিজুল ইসলাম, বিল্লাল হোসেন, কাশেম আলি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক আলতাফ হোসেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন বয়সের রোগিদের বিনামূল্যে হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ের ঔষধ ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই