কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪মাদকসেবীর জরিমানা
জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ৪ জন মাদকসেবীকে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত চলাকালে গতকাল রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জোনাকী সিনেমা হলের পার্শ্বে মাদক সেবনকালে পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত.অশিম ভট্টাচার্য্য এর ছেলে অনিমেশ ভট্টাচার্য্য (৩৩)কে আটক করেন। পরে তাকে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষনিক ভাবে ২হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।
অপর একটি অভিযানে মাদক সেবনের অভিযোগে উপজেলার পাাঁচপোতা গ্রামের মান্দার গাজীর ছেলে মানিক গাজী(৪০), কেড়াগাছি গ্রামের মৃত. শামসুর মোড়লের ছেলে করিম মোড়ল (৪৫), সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামের আমির আলীর ছেলে গোলাম মোস্তফা(৪০)কে আটক করা হয়। আটককৃতরা উপজেলা পৌর সদরের কোল্ডষ্টোরের মোড়ে বসে মাদক সেবন করছিলো।
এঘটনায় তাদের প্রত্যেকে ২হাজার কারে মোট-৬হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই ইয়াছিন আলম, এসআই মহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চসহকারী এমএ মান্নান, বেনজির রহমান ও সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ।
মন্তব্য চালু নেই