কলারোয়ায় বীমার গ্রাহকদের মাঝে চেক প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর বীমা প্রকল্প’র মেয়াদোত্তীর্ণ গ্র্াহকদের মাঝে বীমার টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার দুপুরের দিকে সংস্থার কলারোয়া অফিসে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে প্রকল্প’র টাকার চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প ইনচার্জ (ঢাকা) দুলাল মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, কোম্পানীর অতিরিক্তি প্রকল্প পরিচালক মিজানুর রহমান প্রমুখ। কোম্পানীর উপ প্রকল্প পরিচালক ইনচার্জ সাতক্ষীরা সেলের মাওলানা এমএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার আমজাদ হোসেনসহ বিপুল সংখ্যক গ্রাহক। অনুষ্ঠানে ৫৫ জন মেয়াদোত্তীর্ণ বীমা গ্রাহকদের মাঝে ৩৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই