কলারোয়ায় বিসিএস শিক্ষক সমিতির মানববন্ধন
কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় বিসিএস সাধারণ শিক্ষক সমিতি সরকারি কলেজ ইউনিট এর উদ্যোগে বাংলাদেশ সরকারি কলেজ সমূহের সিদ্ধান্ত মোতাবেক শুলশান এর হলি আর্টিজান রেস্তারাঁ ও দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকালে সরকারি কলেজ এর সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মারুফ কবির, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ফারুক হোসেন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান শহিদুল ইসলাম, উদ্ভিদ বিভাগের বিভাগীয় প্রধান তৌহিদুল ইসলাম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আতিকুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুস সবুর, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসাফ তানজীর অনিক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন সম্রাট, পৌর যুবলীগ আহবায়ক মাসুদ পারভেজ রুবেল, ছাত্রলীগ নেতা সুমন আহম্মেদসহ বিপুল সংখ্যাক শিক্ষার্থী।
মন্তব্য চালু নেই